বিশ্বকাপ বয়কটের পথে পাকিস্তান
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৭:০৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫

চলমান হকি এশিয়া কাপ থেকে সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে ভারত। তবে পাকিস্তান এবার টুর্নামেন্টে অংশ নেয়নি। নিরাপত্তা উদ্বেগের কারণে পাকিস্তান টুর্নামেন্ট থেকে নিজেদের নাম তুলে নিয়েছে। এবার একই দেশের হকি দল ছেলেদের জুনিয়র হকি বিশ্বকাপেও অংশগ্রহণ করতে না পারার পথ বেছে নিয়েছে।
আন্তর্জাতিক হকি ফেডারেশনের আয়োজনাধীন জুনিয়র হকি বিশ্বকাপ ভারতের চেন্নাইয়ে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) সভাপতি তারিক বুগটি এক সাক্ষাৎকারে বলেন, “পাকিস্তান জুনিয়র হকি দল হকি বিশ্বকাপে অংশ নেবে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের পক্ষে ভারতে যাওয়া সম্ভব নয়।”
বুগটি আরও জানান, “পাকিস্তান-ভারত সংঘাতের কারণে এশিয়া কাপেও আমরা ভারতে যাওয়া হয়নি। উভয় পক্ষের মধ্যে প্রায় যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এমন অবস্থায় এখন বা ভবিষ্যতেও ভারত যেতে পারব না। যদি ভারতীয় ক্রিকেট দল এখানে আসতে না পারে, তাহলে পাকিস্তানের হকি দলও ভারতে যাবে না।”
এ বিষয়ে ভারতের হকি ফেডারেশন আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি দেয়নি। তবে হকির বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানের অনুপস্থিতিতে টুর্নামেন্টের উদ্দীপনা কিছুটা কমে যেতে পারে।
এর আগে, গত শনিবার হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলা নাথ সিংহ জানিয়েছিলেন, পাকিস্তান আসন্ন বিশ্বকাপে অংশ নেবে। তবে এখন পরিস্থিতি পরিবর্তিত হয়ে টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।