বিসিবি নির্বাচন: লড়াই হবে তামিম-বুলবুলের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:১৪ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে ক্রিকেট মহলে চলছে সরগরম আলোচনা। সম্প্রতি বিসিবির বোর্ড সভার পর জানা গেছে, নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। এর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে কে হবে নতুন সভাপতি, তা নিয়ে উত্তেজনা।
এবার সভাপতি পদে সবচেয়ে বেশি আলোচনায় থাকা প্রার্থী তামিম ইকবাল। দেশের অন্যতম সফল ওপেনার সম্প্রতি ঘোষণা করেছেন, তিনি আসন্ন নির্বাচনে অংশ নেবেন।
অন্যদিকে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তিনি প্রথমে পরিচালক হিসেবে নির্বাচিত হবেন এবং পরবর্তীতে সুযোগ পেলেই সভাপতি হওয়ার চেষ্টা করবেন। সিলেটে এক সাংবাদিক সাক্ষাৎকারে বুলবুল বলেন, “ইতিমধ্যেই বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করব এবং প্রপার নির্বাচন করব। এখানে (বিসিবিতে) সভাপতি সরাসরি নির্বাচিত হন না। প্রথমে পরিচালক নির্বাচন হয়। সেখানে থাকার চেষ্টা করব—পরবর্তীতে সুযোগ পেলেই বাংলাদেশকে সেবা করার জন্য পদক্ষেপ নেব।”
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সরাসরি সভাপতি পদে নির্বাচন করার সুযোগ নেই। প্রথমে ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন ক্লাব, বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জাতীয় ক্রীড়া পরিষদ মিলিয়ে। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।
তামিম ইতিমধ্যেই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন এবং বেশ কিছু ক্লাবের সঙ্গে যোগাযোগও সম্পন্ন করেছেন। অন্যদিকে, বুলবুল বিসিবি চেয়ারে বসে ইতিমধ্যেই আস্থা অর্জন করেছেন, যা তাকে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে দৃঢ় অবস্থান দিয়েছে।
দু-এক দিনের মধ্যে বর্তমান সভাপতি আমিনুল তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের জন্য নাম সুপারিশ করবেন, এরপরই পুরো নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে।
বিসিবি নির্বাচনে তামিম-বুলবুলের দ্বৈরথ ক্রীড়া মহলে বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে এবং অক্টোবরের প্রথম সপ্তাহে এর ফলাফলের দিকে সকলের নজর থাকবে।