বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন বুলবুল


বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় গণমাধ্যমের সামনে তিনি এ কথা জানান।

বুলবুল জানিয়েছেন, দেশের ক্রিকেটের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা নেওয়াই তার এই সিদ্ধান্তের মূল কারণ। গত তিন মাস জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করার পর এবার তিনি সরাসরি নির্বাচনের মাধ্যমে ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে দেশের প্রয়োজনে কাজ করতে চান।

সিলেট স্টেডিয়াম পরিদর্শনের সময় বুলবুল স্টেডিয়ামের অবকাঠামো ও সুবিধাদি পরীক্ষা করেছেন এবং জনসমক্ষে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। নিজের নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।

এর আগে গত ২৮ আগস্ট বিসিবির দায়িত্ব থেকে পদত্যাগ করার পর তিনি গণমাধ্যমকে বলেছিলেন, আমি হঠাৎ করেই এখানে দায়িত্ব নিতে এসেছি। আইসিসির স্থায়ী চাকরি ছেড়ে দেশের জন্য কাজ করতে ফিরেছিলাম। যতটা পেরেছি, করেছি। এরপর কী হবে, সেটা আমার হাতে ছিল না।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×