ঘরের মাঠে ম্যাচসেরা, নেদারল্যান্ডসকে ৩ উইকেটে ধাক্কা নাসুমের
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১১:১৫ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের মাঠেই ক্রিকেটের লড়াইয়ে নিজের প্রতিভা দেখালেন নাসুম আহমেদ। দীর্ঘ দুই বছর পর আজ সোমবার তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেললেন নিজের ঘরের মাঠে, আর সুযোগ পেলেই তা অনবদ্যভাবে ব্যবহার করেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ উইকেট শিকার করে ম্যাচের সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নাসুম।
নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৩ বলে ১০৩ রান সংগ্রহ করে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন আরিয়ান দত্ত। জবাবে বাংলাদেশ ১৩ ওভার ১ বলে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
ম্যাচ শেষে নাসুম বলেন, আমি বল হাতে যা অর্জন করেছি তা সব সমর্থক ও দর্শকদের উৎসাহের জন্যই সম্ভব হয়েছে। আমি এখানকার ছেলে, তাই এখানকার সমর্থন আমাকে বিশেষভাবে শক্তি দিয়েছে।
শিশিরের কারণে মাঠে খেলার ক্ষেত্রে সাধারণত খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ থাকে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও শুরুর দিকে এমন আশঙ্কা ছিল। তবে নাসুম বলেন, “শিশিরের কারণে কিছুটা চিন্তিত ছিলাম, কিন্তু সত্যিই খুব সমস্যা হয়নি। উইকেটে একটু অতিরিক্ত বাঁক ছিল, যা আগের ম্যাচের মতোই।
তিন উইকেট শিকারের জন্য ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন নাসুম। পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, এই মুহূর্তে এই পুরস্কার পেয়ে আমি খুব খুশি।
বাংলাদেশের খেলোয়াড়দের জন্য ঘরের মাঠে এই জয়ের আনন্দ এবং নাসুমের পারফরম্যান্স আরও নতুন উদ্দীপনা যোগ করল দলের জন্য।