বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহে
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৫:৫৪ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আসন্ন অক্টোবরের প্রথম সপ্তাহে এই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য তারিখ ৪ অক্টোবর।
কিছুদিন আগে একটি গুঞ্জন ছড়ায়, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্থায়ীভাবে রেখে নির্বাচন এড়িয়ে একটি অ্যাডহক কমিটি গঠনের চিন্তা চলছে।
এই প্রেক্ষাপটে গত ২৪ আগস্ট মিরপুরে প্রতিবাদ জানায় ঢাকার ক্লাবগুলোর সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’।
এদিকে, হঠাৎ করে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নির্বাচনী মাঠে অংশগ্রহণ এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ তৈরি করেছে।
এই পরিস্থিতির মধ্যেই আজ (সোমবার) সিলেটে বোর্ড সভায় বসেছে বিসিবি। দুপুর ২টা নাগাদ সিলেটের একটি পাঁচতারকা হোটেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শুরু হয়।