এশিয়া কাপে আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ


এশিয়া কাপে আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ

ভারতের বিহারের রাজগীর শহরে অনুষ্ঠিত এশিয়া কাপ হকির গ্রুপ পর্ব আজ শেষ দিন। বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা আজ। তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচ শুরু হবে। দলের খেলোয়াড়রা জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ভালো কিছু করার চেষ্টা করবে তারা।

দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত একটি ম্যাচ জিতেছে, অন্যটি হেরেছে। বাংলাদেশও একই অবস্থায় আছে। আজকের ম্যাচে বাংলাদেশ হেরলেও তারা গ্রুপে তৃতীয় স্থান নিশ্চিত করবে। এরপর অন্য গ্রুপের চতুর্থ দলের বিপক্ষে খেলার সুযোগ পাবে।

গতবারের এশিয়া কাপ ফাইনালে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে মালয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে এবার সেই মালয়েশিয়া গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছে।

বাংলাদেশের জন্য এশিয়া কাপ হকির মঞ্চে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অতীত রেজাল্ট তেমন সুখকর নয়; কেবল ১৯৯৪ সালে ১-১ গোলে একটি ড্র হয়েছে। অন্য সব ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে ৬-১ (গত এশিয়া কাপ), ৯-০ (২০১৩, ২০০৯), ৮-০ (২০০৭), ৪-০ (১৯৯৯) ও ৭-০ (১৯৮৯)।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×