ইতিহাসের নতুন অধ্যায় টাইগার সাকিব, টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট ও ৭ হাজার রান


ইতিহাসের নতুন অধ্যায় টাইগার সাকিব, টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট ও ৭ হাজার রান

সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান সিপিএলের অ্যান্টিগায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। রোববার (২৪ আগস্ট) তিনি মাত্র ২ ওভারে ১১ রান খরচ করে ৩ উইকেট নেন। এর মধ্যেই তিনি টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

সাকিব এই মাইলফলক পূর্ণ করেন সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে। ম্যাচে আরও ২ উইকেট শিকার করে তার মোট উইকেট সংখ্যা এখন ৫০২। এটি টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাঁহাতি বোলারকে ৫০০ উইকেট অর্জনের সুযোগ এনে দিয়েছে। একই সঙ্গে তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ৫০০ উইকেট এবং ৭ হাজার রানের অসাধারণ “ডাবল” সম্পন্ন করেছেন।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সাকিব ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরার স্বীকৃতি, যা তাকে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের সমান অবস্থানে নিয়ে এসেছে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচসেরা হওয়ার রেকর্ডে সাকিবের আগে মাত্র চারজন ক্রিকেটার আছেন।

সর্বাধিক ম্যাচসেরার তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ৪৬৩ ম্যাচে ৬০ বার। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ৪৮৬ ম্যাচে ৪৮ বার এবং ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ৭১০ ম্যাচে ৪৭ বার। ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ৫০৬ ম্যাচে ৪৫ বার ম্যাচসেরার স্বীকৃতি পেয়ে আছেন।

সাকিব ৪৫৭ ম্যাচে ৪৪ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। হেলস, পোলার্ড ও ম্যাক্সওয়েলকে ছাড়িয়ে যাওয়া সম্ভব হলেও, গেইলকে পেছনে ফেলা সাকিবের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×