ভারতকে আর ছাড় নয়, পিসিবি সভাপতির হুঙ্কার


ভারতকে আর ছাড় নয়, পিসিবি সভাপতির হুঙ্কার

ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তে পাকিস্তানের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক ক্রীড়া কার্যক্রম আপাতত বন্ধ থাকছে। ফলে দুই দেশের দল কেবলমাত্র আন্তর্জাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হবে। এই নীতির কঠোর সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।

রোববার (২৪ আগস্ট) লাহোরে এক সংবাদ সম্মেলনে নাকভি স্পষ্ট জানিয়ে দেন, ভারতের সঙ্গে আলোচনার জন্য আর কোনোভাবে মিনতি করবে না পাকিস্তান। তার ভাষায়, যেকোনো আলোচনাই সমান মর্যাদা ও সমতার ভিত্তিতে হতে হবে।

তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য কোনো ছাড় দেওয়া হবে না। যখনই আলোচনা হবে, তা সমান অবস্থান থেকে হবে। যা হবে, তা সমতার ভিত্তিতেই হবে।

এদিকে পাকিস্তানের সদ্য ঘোষিত এশিয়া কাপ দল নিয়েও চলছে ব্যাপক আলোচনা। দলে রাখা হয়নি দুই অভিজ্ঞ তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। অনেকে এ সিদ্ধান্তের পেছনে পিসিবি সভাপতির প্রভাব থাকার অভিযোগ তুলেছেন।

তবে নাকভি অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, দল নির্বাচনে আমার কোনো ভূমিকা নেই। নির্বাচক কমিটি ও উপদেষ্টা পরিষদের আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে দল চূড়ান্ত করা হয়েছে। দল নির্বাচন হবে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে। নতুন খেলোয়াড়দের সুযোগ দিচ্ছি যাতে প্রতিযোগিতা বৃদ্ধি পায় এবং সেরা খেলোয়াড়েরা শীর্ষে ওঠে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×