ফতুল্লা স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না এসেছিল বিসিবি সভাপতি বুলবুলের


ফতুল্লা স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না এসেছিল বিসিবি সভাপতি বুলবুলের

দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের উপর গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের বিভিন্ন অঞ্চলের ক্রিকেট অবকাঠামো ও উন্নয়নের সম্ভাবনা সরেজমিনে পর্যালোচনা করতে তিনি মাঠে নামছেন।

রোববার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জ সদর জেলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি। অনুষ্ঠান শুরুর আগে তিনি ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শন করেন। স্টেডিয়ামের বর্তমান নাজুক পরিস্থিতি দেখে তিনি নিজেকে আবেগের সঙ্গে নিয়ন্ত্রণ করতে পারেননি। বুলবুল বলেন, স্টেডিয়ামটির করুণ অবস্থা দেখে আমার কান্না চলে আসছে। একসময় এখানে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতো, অথচ বর্তমানে এর অবস্থা অত্যন্ত করুণ।

নারায়ণগঞ্জের ক্রিকেট ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে গিয়ে তিনি জানান, খেলোয়াড়দের সুবিধা বৃদ্ধির জন্য ফতুল্লা স্টেডিয়ামে বড় ধরনের উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে। বর্তমানে মাঠে মাত্র তিনটি উইকেট থাকলেও ভবিষ্যতে তা অন্তত ২০টি উইকেটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

বুলবুল বলেন, আগে নির্দিষ্ট মৌসুমে ক্রিকেট হতো, এখন ১২ মাসই খেলা হয়। এজন্য আমাদের খেলোয়াড়দের কোচিং সুবিধা ও উন্নত অবকাঠামো দেওয়া অপরিহার্য। আশা করি এক-দেড় বছরের মধ্যে এমন উন্নয়ন সম্ভব হবে, যাতে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের ঢাকায় যেতে না হয় এবং এখানেই তারা প্রশিক্ষণ ও খেলার সুযোগ পাবে।

তিনি আরও যোগ করেন, আমার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) কাজ করার অভিজ্ঞতা এই পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।

ভবিষ্যৎ ক্রিকেটারদের উদ্দেশে বুলবুল বলেন, ক্রিকেট জীবনের ছোট্ট একটি অংশ। এখানে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় আছে, যারা আগামী দিনের তামিম-সাকিব হতে পারে। আমার ইচ্ছা নারায়ণগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম তৈরি করা, যাতে তারা সারা বছর অনুশীলনের সুযোগ পায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×