বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের


বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

অস্ট্রেলিয়ায় চলমান টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দল গ্রুপ পর্বের শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ জয় নিতে ব্যর্থ হয়ে সেমিফাইনালের পথ হারিয়েছে। সিরিজের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জয় সত্ত্বেও, নেট রানরেটের সমীকরণ পূরণ করতে পারেনি নুরুল হাসান সোহানের দল। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ৭ উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই তাদের প্রতিযোগিতা শেষ হলো।

শনিবার (২৩ আগস্ট) ডারউইনে ‘ডু অর ডাই’ ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে। দলের হয়ে ওপেনার জিসান আলম সর্বোচ্চ ৫০ রান করেন। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন ধ্রুবও অপরাজিত ৪৯ রানে অবদান রাখেন।

জবাবে খেলতে নেমে অ্যাডিলেডের ওপেনার ম্যাকেঞ্জি হার্ভের অপরাজিত সেঞ্চুরি ছুঁড়ে দেয়ার সঙ্গে সঙ্গে দল ১৮.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। ফলে বাংলাদেশের জন্য সেমিফাইনালের আশা শেষ হয়ে যায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×