বিসিবি নির্বাচনে লড়ছেন না মাহবুব আনাম


বিসিবি নির্বাচনে লড়ছেন না মাহবুব আনাম

প্রবীণ ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দীর্ঘদিনের পরিচালক মাহবুব আনাম আসন্ন অক্টোবরের সম্ভাব্য নির্বাচনে অংশ নিচ্ছেন না। দুই দশকেরও বেশি সময় ধরে বোর্ড পরিচালনায় যুক্ত থাকা এই কর্মকর্তা ২০০১ সাল থেকে প্রতিটি প্রশাসনের অংশ ছিলেন। শোনা যাচ্ছিল, এবারের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

তবে নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই মত পরিবর্তন করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে বোর্ডের বাইরের কিছু অভিযোগের কারণে মাহবুব নির্বাচনের বাইরে থাকছেন বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে মাহবুব আনাম বলেন, “পরিবেশ ভালো না হলে আমি নির্বাচনে অংশ নেবো না, সেটা আগেই বলেছি। কী ঘটছে তা জানেন। যা ঘটছে, আমার মনে হয় এর শেষ হবে।”

বর্তমানে বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মাহবুব। পাশাপাশি সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ সরে দাঁড়ানোর পর বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান পদও পান তিনি।

খেলোয়াড়ি জীবনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নামা মাহবুব আনাম ১৯৮৫ সালে অবসরের পর প্রশাসনিক ভূমিকায় আসেন। ১৯৮৬ সালে মোহামেডানের প্রতিনিধি হিসেবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসে যোগ দেন তিনি। এরপর ২০০১ সালে জাতীয় ক্রিকেট প্রশাসনে বড় দায়িত্ব পান, যখন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×