বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন নারী আম্পায়ার জেসি


বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন নারী আম্পায়ার জেসি

এশিয়া কাপ শুরুর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ আগস্ট প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে লড়াই।

প্রথম টি-টোয়েন্টিতে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পাবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ার থাকবেন মাসুদুর রহমান মুকুল। তবে সবচেয়ে বড় চমক চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন সাথিরা জাকির জেসি। নারী ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পাওয়া জেসি এবার বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করবেন।

দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। সেদিন মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর ইসলাম। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি, আর চতুর্থ আম্পায়ার হবেন মোর্শেদ আলী খান।

শেষ ম্যাচটি হবে ৩ সেপ্টেম্বর। এদিন মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন তানভীর আহমেদ, আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন সাথিরা জাকির জেসি।

প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়। সবগুলো খেলায় ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন নিয়ামুর রশিদ রাহুল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×