সিপিএলে খেলার ফাঁকে পরিবারের সঙ্গে সাকিবের সমুদ্র বিলাস
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৬:১৩ পিএম, ১৮ আগস্ট ২০২৫

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন সাকিব আল হাসান। এবার পঞ্চমবারের মতো ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নিচ্ছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনসের জার্সি গায়ে তিনি খেলছেন সাবেক টাইগার অধিনায়ক হিসেবে।
খেলার ব্যস্ততা সত্ত্বেও পরিবারকে সময় দিচ্ছেন সাকিব। সোমবার (১৮ আগস্ট) তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, যেখানে স্ত্রী উম্মে আহমেদ শিশির ও দুই মেয়ে, এক ছেলে নিয়ে সমুদ্র সৈকতে আনন্দের মুহূর্ত উপভোগ করছেন।
তবে পোস্টে তিনি কোনো ক্যাপশন দেননি এবং সমুদ্রের নামও জানাননি। প্রতিবেদন লেখা পর্যন্ত ছবিটি পেয়েছে চার লাখ লাইক, প্রায় ৪২ হাজার মন্তব্য এবং ৩ হাজার শেয়ার।
সিপিএলে সাকিব এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন। ব্যাটে-বলে দুই ম্যাচে বিশেষ ছাপ রাখতে পারেননি, তবে দলের জন্য একটি ম্যাচে জয় এসেছে। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়েছে।