বিসিবিতে আসছেন অ্যালেক্স মার্শাল, যিনি সাকিবকে নিষিদ্ধ করেছিল


বিসিবিতে আসছেন অ্যালেক্স মার্শাল, যিনি সাকিবকে নিষিদ্ধ করেছিল

২০১৯ সালে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব আসার পর তা অ্যান্টি করাপশন ইউনিট (আকসু)-কে না জানানোর কারণে দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান। সেই সময় আকসুর জেনারেল ম্যানেজারের দায়িত্বে ছিলেন অ্যালেক্স মার্শাল।

ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অভিজ্ঞ মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। ঘরোয়া টুর্নামেন্ট ও ফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং এবং অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্যই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকায় এসে অ্যান্টি করাপশন কনসালটেন্ট হিসেবে দায়িত্ব নেন অ্যালেক্স মার্শাল। তিনি বিসিবির দুর্নীতি দমন ইউনিট পুনর্গঠন করবেন এবং ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্ট এবং আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে একাধিক ওয়ার্কশপ পরিচালনা করবেন। অতীতের আকু কার্যক্রমও তিনি খতিয়ে দেখবেন।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও শক্তিশালী করার জন্য আমরা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিচ্ছি। স্থানীয় টুর্নামেন্টে দুর্নীতি ঠেকানো কঠিন হয়ে যাচ্ছে। তাই তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাকে পরামর্শক হিসেবে আনছি।

অ্যালেক্স মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করার পর ২০১৭ সালে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে যোগ দেন। পরে তিনি অ্যান্টি ডোপিং ইউনিটের দায়িত্বও পান, তবে পরবর্তীতে শুধুমাত্র দুর্নীতি দমন কার্যক্রমে মনোযোগী হন।

আইসিসিতে দায়িত্বকালীন সময়ে তিনি শ্রীলংকা ক্রিকেটে দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে সাড়া ফেলেন। তার আমলেই ২০১৯ সালে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সানাথ জয়াসুরিয়া দুই বছরের জন্য নিষিদ্ধ হন তদন্তে অসহযোগিতার কারণে। একই সময়ে নিষিদ্ধ হন বাংলাদেশের সাকিব আল হাসান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×