ডেথ ওভারে সেরা তাসকিন, শীর্ষ পাঁচে মুস্তাফিজ


ডেথ ওভারে সেরা তাসকিন, শীর্ষ পাঁচে মুস্তাফিজ

টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারে বোলিং মানেই বাড়তি চাপ আর সেই চ্যালেঞ্জেই দারুণ পারফর্ম করছেন বাংলাদেশের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডেথ ওভারে সেরা পাঁচ বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন দুজনই।

গত দেড় বছরের পারফরম্যান্স বিবেচনায় ডেথ ওভারে সেরা বোলারের তালিকায় শীর্ষে আছেন তাসকিন আহমেদ। নির্ভুল লাইন-লেংথ ও বৈচিত্র্যময় ডেলিভারিতে তিনি এই সময়ে সবচেয়ে কম ইকোনমি রেটে বোলিং করেছেন। তার ঠিক নিচের স্থানে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, এরপর তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার নাথান এলিস। চতুর্থ স্থানে রয়েছেন মুস্তাফিজুর রহমান, আর পঞ্চম স্থানে পাকিস্তানের মোহাম্মদ আমির।

২০২৪ সালের জানুয়ারি থেকে তাসকিন খেলেছেন ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংস। ডেথ ওভারে তার ইকোনমি রেট ৬.১৮, উইকেট সংখ্যা ১৭। দ্বিতীয় স্থানে থাকা জ্যাকব ডাফি ১০ ইনিংসে ৬.৭৭ ইকোনমি রেটে নিয়েছেন ৯ উইকেট। তৃতীয় স্থানে থাকা নাথান এলিসও ১০ ইনিংসে বল করে ৬.৮৫ ইকোনমি রেটে শিকার করেছেন ৯ উইকেট।

বাংলাদেশের মুস্তাফিজ ২০ ইনিংসে ডেথ ওভারে বল করে ৭.৩৭ ইকোনমি রেটে নিয়েছেন ১৫ উইকেট। আর পঞ্চম স্থানে থাকা মোহাম্মদ আমির ১০ ইনিংসে ৭.৪৬ ইকোনমি রেটে নিয়েছেন মাত্র ৩ উইকেট, তবে দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ছিল আলোচিত।

চলতি বছরে একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হার দিয়ে বছর শুরু করে টাইগাররা। এরপর পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারলেও, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় দলটি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×