দু’বছর পর জোড়া গোল, পুরনো রূপে ফিরছেন নেইমার?


দু’বছর পর জোড়া গোল, পুরনো রূপে ফিরছেন নেইমার?

চোট যেন নেইমারের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে গত কয়েক বছর। বারবার চোটে পড়ার কারণে মাঠে নিয়মিত থাকা তো দূরে থাক, নিজের ছায়া হয়েই রয়ে গেছেন এক সময়ের দুর্দান্ত এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে তার পারফরম্যান্সও ছিল দারুণ প্রশ্নবিদ্ধ। সেই হতাশা থেকে সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে।

নিজের সাবেক ক্লাব সন্তোষে ফেরার পর দর্শকের সঙ্গে সাম্প্রতিক এক বিবাদ তাকে আরও আলোচনার কেন্দ্রে এনে দেয়। কিন্তু এবার সেই বিতর্ককে পেছনে ফেলে মাঠে ফিরলেন পুরনো রূপে। প্রায় দুই বছর পর একটি ম্যাচে জোড়া গোল করলেন নেইমার।

সোমবার (৪ আগস্ট) রাতে ব্রাজিলিয়ান সিরিআ’তে জুভেন্টুদের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পায় সন্তোষ। এই জয়ে বড় অবদান নেইমারের; গোল করেন দুটি।

ম্যাচের ৩৬ মিনিটে প্রথম গোলটি করেন তিনি, গোলরক্ষককে কাটিয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন। এরপর মাত্র তিন মিনিট পর আলভারো ব্যারেলের গোলে ব্যবধান দাঁড়ায় ২-০।

তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কর্নার থেকে হেডে এক গোল শোধ করে নেয় জুভেন্টুদ। গোলটি করেন উইলকার অ্যাঞ্জেল।

দ্বিতীয়ার্ধে অবশ্য সন্তোষ কিছুটা চাপে পড়ে যায়, বেশ কয়েকটি ভুল পাস ও রক্ষণে এলোমেলো পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু ৮০তম মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্সিভ ভুলে পেনাল্টি পায় সন্তোষ, সেখান থেকে সহজেই নিজের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন নেইমার।

এই ম্যাচ দিয়েই ২০২২ সালের পর প্রথমবারের মতো টানা পাঁচ ম্যাচ খেললেন নেইমার। একইসঙ্গে দীর্ঘ প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো একটি ম্যাচে জোড়া গোল করলেন। শেষবার তিনি জোড়া গোল করেছিলেন ব্রাজিলের জাতীয় দলের হয়ে, ২০২2 সালের বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে জয়ের ম্যাচে।

সব মিলিয়ে, পুরনো ছন্দে ফেরার আভাস যেন আবারও মিলছে নেইমারের পারফরম্যান্সে। প্রশ্ন এখন এগিয়ে যেতে পারবেন তো ধারাবাহিকভাবে?

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×