এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা বিসিবির


এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা বিসিবির

এশিয়া কাপকে ঘিরে প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে।

দলটিতে জায়গা পেয়েছেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি সর্বশেষ পাকিস্তান সফরের পর থেকে এই সংস্করণে বিবেচনায় ছিলেন না। একই সঙ্গে জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার নাহিদ রানা।

বাছাইকৃত এই স্কোয়াডের ক্রিকেটাররা আগামী ৬ আগস্ট মিরপুরে ফিটনেস ক্যাম্পে অংশ নেবেন। বিদেশি কোচিং স্টাফদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ১০ আগস্টের মধ্যে। এরপর ১৫ আগস্ট শুরু হবে স্কিল ট্রেনিং সেশন।

প্রস্তুতির দ্বিতীয় ধাপে ২০ আগস্ট দলটি রওনা হবে সিলেটের উদ্দেশে। সেখানে পাঁচ থেকে ছয় দিনের অনুশীলন ক্যাম্প শেষে আগস্টের শেষ সপ্তাহে সিলেটেই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শেষে ৬ বা ৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা।

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবিতে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×