জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৭:৫৩ পিএম, ০১ আগস্ট ২০২৫

ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শুক্রবার স্বাগতিকদের ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে দুই ম্যাচ আগেই শিরোপা লড়াইয়ে জায়গা করে নিয়েছে তামিম বাহিনী।
হারারেতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২২.৩ ওভারে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। স্বাগতিকরা করতে পারে মাত্র ৮৯ রান।
বল হাতে সবচেয়ে কার্যকর ছিলেন বাংলাদেশের ইমন, যিনি ৬.১ ওভারে ২৭ রান খরচায় শিকার করেন ৪টি উইকেট। এছাড়া স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার নেন দুটি করে উইকেট, আর একটি করে শিকার করেন রাফি উজ্জামান রাফি ও রিজান হোসেন।
মাত্র ৯০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারের শেষ বলে ওপেনার রিফাত বেগ আউট হয়ে যান গোল্ডেন ডাকের শিকার হয়ে। এরপর দলীয় ৩৯ রানে ফিরে যান কালাম সিদ্দিকিও, যিনি করেছিলেন ২০ রান। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক তামিম ও রিজান হোসেন ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।
বাংলাদেশ ২০৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্টের ফাইনালে জায়গা নিশ্চিত করে নেয়। এই জয়ে তারা পৌঁছায় ছয় পয়েন্টে, যা দক্ষিণ আফ্রিকার সমান। বিপরীতে জিম্বাবুয়ে টানা চার ম্যাচে হেরে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে।
ফলাফল অনুযায়ী, আগেই নির্ধারিত হয়ে গেছে ফাইনালের লড়াই। আগামী ১০ আগস্ট হারারেতে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।