মুস্তাফিজের র্যাংকিংয়ে ধাক্কা, শীর্ষ দশ থেকে ছিটকে গেলেন
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৭:৩৪ পিএম, ৩০ জুলাই ২০২৫

বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে জয় এলেও, ব্যক্তিগতভাবে হতাশার খবর পেলেন দলের গুরুত্বপূর্ণ পেসার মুস্তাফিজুর রহমান। সিরিজের শুরুতে দারুণ পারফর্ম করে র্যাংকিংয়ে বড় অগ্রগতি এনেছিলেন এই বাঁহাতি বোলার। তবে সিরিজ শেষ হতেই র্যাংকিংয়ে নেমে গেছে তার অবস্থান।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান মুস্তাফিজ। তার এই পারফরম্যান্সের প্রেক্ষিতে আইসিসি'র প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে তিনি টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ১৭ ধাপ এগিয়ে শীর্ষ দশে উঠে আসেন। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বিশ্রামে থাকায় পুনরায় র্যাংকিংয়ে পিছিয়ে পড়েন তিনি।
সর্বশেষ হালনাগাদে ৩ ধাপ পিছিয়ে এখন ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে মুস্তাফিজ অবস্থান করছেন ১২ নম্বরে।
শুধু মুস্তাফিজই নয়, অবনতি হয়েছে আরও কয়েকজন বাংলাদেশি বোলারের। এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে নেমে গেছেন অফ স্পিনার শেখ মেহেদী হাসান। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবও হারিয়েছেন একটি করে ধাপ, তারা রয়েছেন যথাক্রমে ২৮ ও ৩৮ নম্বরে।
ব্যাটারদের তালিকায় বাংলাদেশের মধ্যে সবার ওপরে অবস্থান করছেন তাওহিদ হৃদয়। ৫৪৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন ৩৯ নম্বরে। অন্যদিকে, শেষ ম্যাচে ব্যর্থ হওয়ায় পাঁচ ধাপ পিছিয়ে ৪২ নম্বরে নেমে গেছেন ওপেনার তানজিদ তামিম।