গুজবে বিভ্রান্ত হবেন না: তাসকিন আহমেদ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:৩১ পিএম, ২৮ জুলাই ২০২৫

সম্প্রতি একটি ব্যক্তিগত ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।
সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
স্ট্যাটাসে তাসকিন লেখেন, “সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)। আশা করি সত্য এর সাথেই থাকবেন। সত্য কখনো মিথ্যা হয় না।”
তাসকিনের এই পোস্টে ইঙ্গিত মিলছে, সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে। তিনি জানান, বিষয়টি নিয়ে তার এবং সংশ্লিষ্ট বন্ধুর মধ্যে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং এটি যেন অনাকাঙ্ক্ষিতভাবে বড় পরিসরে না যায়, সে বিষয়ে সতর্কতা চান তিনি।