স্পেনকে হারিয়ে আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১০:২৩ এম, ২৮ জুলাই ২০২৫

সুইজারল্যান্ডের সেন্ট জ্যাকব পার্কে এক শ্বাসরুদ্ধকর ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বার নারী ইউরো শিরোপা জিতে নিয়েছে ইংল্যান্ড। দুই বছর আগে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হওয়ার ক্ষত এবার পূরণ করল ইংল্যান্ডের নারীরা। টাইব্রেকারে ৩-১ গোলে স্পেনকে পরাজিত করে ইংল্যান্ড ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করল।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় স্পেন। বল দখল, শটস অন টার্গেট, আক্রমণের ধার সবকিছুতেই এগিয়ে ছিল তারা। ২৫তম মিনিটে মারিওনা ক্যালদেন্তের দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্পেন। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। ইংল্যান্ডের মেয়েরা প্রথমার্ধে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি, যদিও তাদের প্রতিরক্ষা ছিল অটুট।
দ্বিতীয়ার্ধে ম্যাচের রূপ পাল্টে যায়। ৫৭তম মিনিটে অ্যালেসিয়া রুসোর দুর্দান্ত গোলে ম্যাচে সমতা ফেরায় ইংল্যান্ড। এই গোলের পর মাঠে ফিরে আসে ইংলিশদের আত্মবিশ্বাস। দুই দলই ম্যাচ জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়েও দুই দলের আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ ছিল উত্তেজনায় ভরপুর। তবে কোনো পক্ষই লিড নিতে পারেনি। ফলাফল নির্ধারণে ম্যাচ যায় টাইব্রেকারে। টাইব্রেকারে ইংল্যান্ডের মেয়েরা দারুণ দক্ষতা ও মানসিক শক্তি দেখায়। স্পেনকে ৩-১ গোলে হারিয়ে তারা শিরোপা উৎসবে মেতে ওঠে।
১৯৮৪ সালে নারী ইউরোর প্রথম আসর শুরুর পর এবারই প্রথমবারের মতো ফাইনাল টাইব্রেকারে নিষ্পত্তি হলো। ইংল্যান্ডের এই জয় শুধু তাদের দ্বিতীয় ইউরো শিরোপাই নয়, স্পেনের কাছে বিশ্বকাপের হারের প্রতিশোধও। সেন্ট জ্যাকব পার্কে ইংলিশ সমর্থকদের উল্লাস আর বিজয়ের আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।