৩৯ বলে সেঞ্চুরি! লেজেন্ডস টুর্নামেন্টে ফের আগুনে ডি ভিলিয়ার্স
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৯:৫২ পিএম, ২৭ জুলাই ২০২৫

অ্যাবি ডি ভিলিয়ার্স যেন সময়ের সীমা মেনে চলেন না। ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’-এ অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে মাত্র ৩৯ বলে শতরান করে ক্রিকেটভক্তদের আবারও তাক লাগালেন এই দক্ষিণ আফ্রিকান মহাতারকা। হেডিংলিতে তার বিধ্বংসী ১২৩ রানের ইনিংসে ছিল ১৫টি চার ও ৮টি ছক্কা।
পূর্বের ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিরুদ্ধে ৪১ বলে সেঞ্চুরি করেছিলেন ডি ভিলিয়ার্স। সেখানে অপরাজিত ছিলেন ৫১ বলে ১১৬ রানে। এক ম্যাচ পরেই সেই রেকর্ড ভেঙে এবার আরও দ্রুত শতরান উপহার দিলেন এই ৪১ বছর বয়সী ব্যাটিং জিনিয়াস।
রোববার হেডিংলিতে টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে খেলেন ডি ভিলিয়ার্স। পিটার সিডলের এক ওভারে তুলে নেন মাত্র ২২ বলে ফিফটি। এরপর পরবর্তী ১৭ বলেই পৌঁছে যান শতকে। ডি আর্চি শটের এক ওভারে চারটি চার ও একটি ছক্কায় গ্যালারি মাতিয়ে দেন এই সাবেক প্রোটিয়া অধিনায়ক।
ডি ভিলিয়ার্সের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রানের বিশাল স্কোর দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬.৪ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। ফলে ৯৫ রানের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকানরা।
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ডি ভিলিয়ার্স পেশাদার ক্রিকেট ছাড়েন ২০২১ সালে। তবে ‘লেজেন্ডস’ মঞ্চে যেন ফিরেছেন আগের সেই ভয়ঙ্কর রূপে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থ হলেও পরের তিন ম্যাচে ব্যাট হাতে ছিলেন অনন্য। ভারতের বিপক্ষে করেন ৩০ বলে অপরাজিত ৬১ রান, এরপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন টানা দুই সেঞ্চুরি। তার ভাষায়, "ব্যাট এখনও কথা বলে!"