এশিয়া কাপে ‘অদৃশ্য’ উপস্থিতি সাকিব আল হাসানের!


এশিয়া কাপে ‘অদৃশ্য’ উপস্থিতি সাকিব আল হাসানের!

সাকিব আল হাসান নেই আন্তর্জাতিক ক্রিকেটে। নেই বাংলাদেশের এশিয়া কাপ দলেও যে থাকবেন না সেটি তো প্রায় নিশ্চিত। মাঠে দেখা যাবে না তার ব্যাটে-বলে ম্যাজিক। তবু তিনি যেন আছেন। গ্যালারির উত্তেজনায় নয়, টিভির পর্দায়, প্রোমোশনাল ভিডিওতে, বিজ্ঞাপনের ব্যাকগ্রাউন্ডে-যেখানে তাকে এখনো তুলে ধরা হচ্ছে ‘সবচেয়ে বড় স্টার’ হিসেবে।

গত আট মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিত এই বাংলাদেশি অলরাউন্ডার, যিনি এক সময় মাঠ দাপিয়ে বেড়িয়েছেন ব্যাটে-বলে, যিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম-তাকে ঘিরে এখনো আবেগ হারায়নি ব্রডকাস্টারদের। সনি স্পোর্টস নেটওয়ার্ক সম্প্রতি যে প্রোমো প্রকাশ করেছে আসন্ন এশিয়া কাপ ঘিরে, সেখানে সাকিব আছেন দৃশ্যপটে, ব্যাটিংয়ের প্রস্তুতির মুহূর্তে। পাশেই দেখা যায় সূর্যকুমার যাদব, শুবমান গিল, জসপ্রীত বুমরাহ কিংবা রশিদ খানের মতো তারকাদের।

যদিও ২০২৫ সালের এই এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে, আর সাকিব নিজেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে গত বছর অবসর নিয়েছেন। তারপরও বিজ্ঞাপনচিত্রে তাঁর উপস্থিতি একটাই বার্তা দেয়-সাকিব আল হাসান মাঠে না থাকলেও, তার নাম আর জনপ্রিয়তা আজও সমানভাবে বাজারে বিকোয়।

এশিয়া কাপের প্রেক্ষাপটও কম উত্তপ্ত নয়। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতে বসবে এবারের আসর। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান থাকবে একই গ্রুপে, যেখানে আরও আছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে-প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

বাংলাদেশের অভিযান শুরু হবে ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৩ সেপ্টেম্বর মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে, আর ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এই তিন ম্যাচে নেতৃত্বে থাকবেন লিটন দাস, যিনি তামিম-সাকিব-মুশফিকহীন এক নতুন যুগের বাংলাদেশ দলের কান্ডারি!

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×