আফগানদের পারফরমেন্সে মুগ্ধ শোয়েব


Feb 2025/Afgan Soeb.jpg

আইসিসির ইভেন্টগুলতেই জ্বলে উঠছে আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-২০ বিশ্বকাপের পর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি- আইসিসির সাদা বলের ক্রিকেটের টানা তিন ইভেন্টেই আফগানরা সবাইকে চমকে দিচ্ছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) আফগানিস্তান ফের হারিয়েছে ইংল্যান্ডকে। যা দেখে মুগ্ধ পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

পাকিস্তানের লাহোরে বুধবার ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস ম্যাচে হারায় আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২৫ রান করে আফগানরা। জবাবে সবকটি উইকেট হারিয়ে ইংলিশরা থামে ৩১৭ রানে। তাতে ৮ রানে জয় পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও টিকে রইল আফগানরা।

ফেসবুকে এক ভিডিও প্রকাশ করে শোয়েব আখতার সেখানে ক্যাপশনে লেখেছেন, ‘আফগানিস্তানের জন্য বড় ও স্মরণীয় জয়। হৃদয়ই জিতে নিল তারা।’

এদিকে আফগানিস্তানের হয়ে ১৭৭ রানের ইনিংস খেলে বেশকিছু রেকর্ড ভেঙেছেন ইব্রাহিম জারদান। ম্যাচসেরা পুরস্কার পেয়ে আফগান এই ব্যাটসম্যান বলেন, ‘দলের জন্য ভালো একটা ক্যাচ ধরার আশা করছিলাম। যখন সেই ক্যাচটা ধরলাম (জয়সূচক ক্যাচ), সেই অনুভূতি ছিল দারুণ। এটা আমার কাছে অনেক কিছু। অনেক কঠোর পরিশ্রম করেছি দেখে নিজের ওপর বিশ্বাস ছিল এবং সেভাবেই ব্যাটিং করতে চেয়েছি। ১৭৭ রানের ইনিংসটি আমার কাছে বিশেষ কিছু।’

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান। লাহোরে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানরা। ২০২৪ টি-২০ বিশ্বকাপে অজিদের হারিয়েছিল আফগানিস্তান। পরবর্তী বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছিল তারা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×