স্ত্রী পরকীয়া সংসার ছাড়লেন, হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী


স্ত্রী পরকীয়া সংসার ছাড়লেন, হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ঘটেছে এক ব্যতিক্রমী বিয়ের ঘটনা। স্ত্রী পরকীয়ার টানে সংসার ছেড়ে যাওয়ার দেড় মাসের মাথায় ক্ষোভ আর জেদের বশে সার্ভেয়ার কামাল হোসেন নতুন বিয়ে করেন। আর সেই বিয়েতে নতুন কনেকে আনতে তিনি ভাড়া করেন হেলিকপ্টার। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে এ ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে কামালের বিয়ে হয়েছিল সাথী আক্তার নামে এক নারীর সঙ্গে। সংসারে দুটি সন্তানও রয়েছে তাদের। কিন্তু গত ১০ আগস্ট সাথী হঠাৎ শহরের এক বিবাহিত যুবকের সঙ্গে পালিয়ে যান। পরবর্তীতে কামাল জানতে পারেন, সাথী তাকে তালাকও দিয়েছেন।

হঠাৎ ভাঙা সংসারে দমে না গিয়ে উল্টো নতুন জীবনের সিদ্ধান্ত নেন কামাল। শুক্রবার দুপুরে ছোট মেয়েকে কোলে নিয়ে হেলিকপ্টারে চড়ে যান নতুন শ্বশুরবাড়িতে। সেখান থেকে বিয়ে সেরে নববধূকে নিয়ে আসেন বাড়িতে।

কামাল হোসেন বলেন, আসলে পুরুষ নির্যাতনের কথা কেউ ভাবে না। আমার সংসারে অভাব ছিল না। কাজের কারণে বাইরে বেশি সময় কাটালেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু গত আগস্টে স্ত্রী পালিয়ে যায়। খোঁজ নিয়ে জানতে পারি, সে মুন্না নামের এক ছেলের সঙ্গে গেছে। তখনই সিদ্ধান্ত নিই নতুন করে বিয়ে করব।

তিনি আরও বলেন, সবকিছু জেনে-শুনে আমার নতুন স্ত্রীর পরিবার রাজি হয়। সন্তানসহ আমার দায়িত্ব নিতে রাজি হয়েছেন স্ত্রীও। তাই তাকে চমক দিতে হেলিকপ্টার ভাড়া করি। আজ নতুন বউ নিয়ে এসেছি। সবার কাছে দোয়া চাই, যেন বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারি।

স্থানীয়রা বলছেন, ভেতরের কষ্ট সামলাতেই এমন অভিনব সিদ্ধান্ত নিয়েছেন কামাল। যেন প্রমাণ করতে পারেন, স্ত্রী ছেড়ে গেলেও পুরুষের জীবন থেমে থাকে না।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×