বাংলাদেশের ফাইনালের স্বপ্ন গুঁড়িয়ে দিল পাকিস্তান
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১২:৩৫ এম, ২৬ সেপ্টেম্বর ২০২৫

মাত্র ১৩৬ রানের লক্ষ্য কাগজে কলমে সহজ হলেও বাস্তবে তা হয়ে উঠল বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন। দুবাইয়ের উইকেটে পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্সে হাতছানি দেওয়া ফাইনাল হাতছাড়া হয়ে গেল।
ম্যাচের শুরু থেকেই উইকেট হারানোর মিছিলে পড়ে বাংলাদেশ। শেষভরসা ছিলেন শামীম হোসেন, কিন্তু শাহিন আফ্রিদির ডেলিভারিতে ব্যাকওয়ার্ড পয়েন্টে হুসেইন তালাতের হাতে সহজ ক্যাচ তুলে দেন তিনি। সেখানেই কার্যত শেষ হয়ে যায় লড়াই। যদিও শেষ ওভারে রিশাদ খান খানিকটা প্রতিরোধ গড়েন, তবে সতীর্থদের ব্যর্থতা ঢাকতে তা যথেষ্ট ছিল না।
পাকিস্তানের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ থেমে যায় ১২৪ রানে। ১১ রানের জয়ে ভারতকে হারানো পাকিস্তান এবার এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল।
ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে এক আসরে তৃতীয়বারের মতো। শিরোপার লড়াই মাঠে গড়াবে আগামী ২৮ সেপ্টেম্বর।