আমাকে ধরলে ধরা পড়বেন তারাও: তামিম ইকবাল


আমাকে ধরলে ধরা পড়বেন তারাও: তামিম ইকবাল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে গঠনতন্ত্র ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবালের কাউন্সিলরশিপ বাতিল হতে পারে; এমন গুঞ্জন ঘিরে আলোচনার ঝড় উঠেছে ক্রিকেট মহলে। তবে তামিম অভিযোগ করেছেন, যদি গঠনতন্ত্র অনুযায়ী তাকে অযোগ্য ঘোষণা করা হয়, তবে একই নিয়মে অনেক প্রভাবশালী ব্যক্তিও ধরা পড়বেন।

বুধবার সকাল থেকে ক্রিকেট অঙ্গনে আলোচনার কেন্দ্রে ছিল তামিমের কাউন্সিলরশিপ বাতিল হওয়ার সম্ভাবনা। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো সক্রিয় ক্রিকেটার অবসর ঘোষণার আগে বোর্ডের কোনো পদে থাকতে পারেন না। তামিম এখনও আনুষ্ঠানিকভাবে অবসর নেননি, যা এই বিতর্কের মূল কারণ।

বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তামিম তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, ‘‘আমার বিনীত অনুরোধ, এই জিনিসগুলো আপনারা কইরেন না। সততার সঙ্গে নির্বাচনটা করেন, নিরপেক্ষভাবে নির্বাচনটা করেন এবং সততার সঙ্গে এগিয়ে যান।’’

তামিম সরাসরি তার প্রতিদ্বন্দ্বী প্যানেলের দিকে ইঙ্গিত করে বলেন, একই নিয়ম যদি তার জন্য প্রযোজ্য হয়, তবে তার প্রতিপক্ষের জন্যও তা হতে হবে। তিনি বলেন, ‘‘আমাদের প্রেসিডেন্ট বুলবুল ভাইও অফিসিয়ালি অবসর নেননি। আমাকে এই নিয়মে ধরতে গেলে তারাও ধরা পড়বেন।’’

তামিমের এই বক্তব্যে নির্বাচনী বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। এতে বোঝা যাচ্ছে, তামিমের কাউন্সিলরশিপ নিয়ে প্রশ্ন তোলা হলে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই ধরা হবে, কারণ একই অবস্থা অন্যান্যদের ক্ষেত্রেও বিদ্যমান।

এর আগে ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় এবং ক্লাবের সব পর্যায়ের ক্রিকেট খেলোয়াড় ও সংগঠকবৃন্দ’ ব্যানারে তামিমের নেতৃত্বে একটি প্যানেল নির্বাচনের পদ্ধতি নিয়ে আপত্তি ও আলটিমেটাম দিলেও, তাতে কোনো ফল আসেনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×