শুরুতেই পাকিস্তান শিবিরে জোড়া আঘাত বাংলাদেশের


শুরুতেই পাকিস্তান শিবিরে জোড়া আঘাত বাংলাদেশের

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচ শুরুতেই পাকিস্তান শিবিরে বড় চাপে ফেলে বাংলাদেশ।

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান জাকের আলী অনিক। বল হাতে ইনিংস শুরু করেন পেসার তাসকিন আহমেদ। শুরুতে দুই বল ডট দেওয়া তাসকিন তৃতীয় বলে পাকিস্তানের ওপেনার শাহিবজাদাকে চার মেরে রানের খাতা খুলতে দেন। তবে পরের বলেই সেই ওপেনারকে পয়েন্টে দাঁড়িয়ে থাকা রিশাদ হোসেনের হাতে ক্যাচ করিয়ে আউট করেন তাসকিন।

এরপরই ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে দ্বিতীয় উইকেট তুলে দেন স্পিনার শেখ মেহেদী। তিন বল খেলে রানের খাতা খুলতে না পারা সাইম আয়ুবকে সাজঘরে ফেরান এই স্পিনার। বাংলাদেশ শুরুতেই পাকিস্তানের ব্যাটিং লাইনকে বড় ধাক্কা দিয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×