বঙ্গোপসাগরে লঘুচাপ ৫ দিন  টানা বৃষ্টির আভাস


বঙ্গোপসাগরে লঘুচাপ ৫ দিন  টানা বৃষ্টির আভাস

উত্তর উড়িষ্যা ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন লঘুচাপ। এটি শক্তি সঞ্চয় করে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু দেশের ওপর দুর্বল অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি সক্রিয়। মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপ তৈরি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী,

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকার দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও দেখা দিতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বহু স্থানে বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। ঢাকা, রাজশাহী ও খুলনার কিছু এলাকায়ও একই পরিস্থিতি বিরাজ করবে। তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী ও সিলেটের কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×