৫৪ বছরে নদী সমস্যায় কার্যকর উদ্যোগ নেয়নি কোনো সরকার: আনু মুহাম্মদ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৪৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের নদী সংকট সমাধানে গত ৫৪ বছরে কোনো সরকারই যথেষ্ট কার্যকর পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন নদী গবেষক ও পরিবেশবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে নোঙর ট্রাস্ট আয়োজিত আত্মাসীমান্ত নদী এবং নদী সংস্কৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ তোলেন। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আনু মুহাম্মদ বলেন, অভিন্ন নদীর পানি প্রবাহের উপর সবারই অধিকার আছে। এই প্রবাহের ওপর কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। বাংলাদেশে নদী নিয়ে কখনো আমরা গুরুত্বপূর্ণ উদ্যোগ পাইনি। শুধু ১৫ বছরের না, ৫৪ বছরের সমস্যা। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসা যেকোনো সরকারই নদী নিয়ে অবহেলা করেছে, মাঝে মধ্যে কিছু উদ্যোগ নেওয়া হলেও তা যথেষ্ট ছিল না।
যৌথ নদী কমিশনের অকার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন, যৌথ নদী কমিশন কেন কাজ করে না? শুধু এই কমিশন নয়, আন্তর্জাতিক দর-কষাকষি কিংবা আলোচনা কমিটিতেও আমাদের প্রস্তুতি, দক্ষতা ও সক্ষমতার বড় ঘাটতি রয়েছে।
তিনি আরও বলেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পরে সবার প্রত্যাশা ছিল পরিবর্তনের সূচনা হবে। নদী নিয়ে কাজ করা তাদের জন্য সহজ ছিল। প্রথম কাজ হওয়া উচিত ছিল নদী গবেষক ও কর্মীদের যুক্ত করা। সরকার সংস্কার নিয়ে যত কথা বলছে, তেমন কোনো বাস্তব পদক্ষেপ নদী বিষয়ে নেয়নি। এমনকি কোনো তদন্ত কমিশনও গঠন করা হয়নি।
আনু মুহাম্মদ আন্তর্জাতিক পানি কনভেনশন ১৯৯৭-এর প্রসঙ্গ টেনে বলেন, ভারত এ চুক্তিতে স্বাক্ষর করেনি। তাই আমাদের উচিত ছিল অনুস্বাক্ষর করা, কিন্তু সেটিও হয়নি।
অনুষ্ঠানে নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস লিখিত বক্তব্য উপস্থাপন করেন। সেখানে নদী রক্ষায় জাতীয় নদী দিবস ঘোষণা ও একটি নদী সম্পদ মন্ত্রণালয় গঠনের প্রস্তাব করা হয়। প্রস্তাবে ২৩ মে-কে জাতীয় নদী দিবস ঘোষণা করার আহ্বান জানানো হয়, যাতে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা ও নদী রক্ষায় জনসচেতনতা বাড়ানো সম্ভব হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন মাহবুব সিদ্দিকী, শেখ রোকন, তোফায়েল আহমেদ, মিহির বিশ্বাস, হালিমদাদ খান, কামরুজ্জামান ও শর্মিলা খানম।