সিডনিতে দুইশর আগেই ভারতকে আটকাল অস্ট্রেলিয়া


November 16/394119_20250103_124000624.jpg

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরে বোর্ডার-গাভাস্কার সিরিজে পিছিয়ে পড়ে ভারত। এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগও অনেকটাই কমে এসেছে রোহিত শর্মাদের। ফাইনালে ওঠতে হলে সিডনিতে অজিদের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে জয়ের কোনো বিকল্প নেই সফরকারীদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সিডনিতে আগে ব্যাট করতে নেমে সংগ্রহ বড় করতে পারেনি গৌতম গম্ভীরের শিষ্যরা। স্কট বোল্যান্ড-মিচেল স্টার্কদের তোপে প্রথম দিনেই ভারত অলআউট হয়েছে ১৮৫ রানেই। 

লম্বা সময় ধরেই অফ ফর্মে থাকা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা চলমান সিরিজেও রানের দেখা পাননি। তার অফ ফর্ম নিয়ে সমালোচনাও হচ্ছিল বেশ। সিডনি টেস্টের একাদশ থেকে তাই নিজেকে সরিয়ে নেন রোহিত। এ ম্যাচে ভারতের অধিনায়কের দায়িত্ব পালন করছেন জশপ্রীত বুমরা। এদিকে রোহিত না থাকায় আজ ভারতের হয়ে ওপেনিংয়ে যশ্বসী জয়সোয়ালের সঙ্গে নেমেছিলে লোকেশ রাহুল। তবে উদ্বোধনী জুটিতে আজও বড় সংগ্রহ পায়নি ভারত। 

 দলীয় ১১ রানেই আউট হয়ে সাজঘরের পথ ধরেন রাহুল। মিচেল স্টার্কের বলে স্যাম কনস্টাসের মুঠবন্দী হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এদিকে রাহুল আউট হওয়ার পর জয়সোয়ালও ইনিংস বড় করতে পারেননি। বোল্যান্ডের বলে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১০ রানেই সাজঘরের পথ ধরেন জোয়সোয়াল। এদিকে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়া ভারতের হাল ধরতে মাঠে নামেন বিরাট কোহলি, তার সঙ্গে ক্রিজে ছিলেন মেলবোর্ন টেস্টে না খেলা শুবমান গিল। 

এ দুজন মিলে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে জুটি বড় হতে দেননি ন্যাথান লায়ন। ৪০ রানের জুটি গড়ার পর লায়নের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন গিল। এরপর কোহলিও আউট হয়েছেন দ্রুতই। সিরিজ জুড়ে রান করতে না পারা কোহলি আজও অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়েই স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। ৬৯ বলে ২০ রান করে তিনি আউট হন। 

এরপর রিশব পন্তকে নিয়ে দলের হাল ধরেছিলেন রবীন্দ্র জাদেজা। এ দুজন মিলে অজি বোলারদের সামলে স্কোরবোর্ডে রান বাড়াচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত এ জুটিও বড় হয়নি। ১৫১ বলে ৪৮ রানের জুটি গড়ার পর আউট হন পন্ত, তিনি আজ ৯৮ বল খেলে করেছেন ৪০ রান। এরপর জাদেজাও আউট হন দ্রুতই। 

জাদেজা-পন্ত ফেরার পর আর কেউই দলের হাল ধরতে পারেননি। শেষ পর্যন্ত ভারত অল আউট হয় ১৮৫ রানে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×