আমাদের বড় বিজয় হয়েছে, বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরছি: আজিজী
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৩:০০ পিএম, ২১ অক্টোবর ২০২৫

একটি দীর্ঘ আন্দোলনের পর সরকারপ্রকাশিত প্রজ্ঞাপন হাতে নিয়ে বাড়ি ফেরার পথে শিক্ষকরা। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে চলমান আন্দোলন সফল হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাওয়ার কথা জানিয়েছেন জোটের নেতারা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, “আমাদের বড় দাবি পূরণ হয়েছে। এটা আমাদের বড় বিজয়। আন্দোলন করে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরছি। আমাদের আন্দোলন প্রত্যাহার করছি। আগামীকাল থেকে শ্রেণিকক্ষে ফিরছি।”
তিনি জানান, গত আট দিন ধরে আন্দোলনের কারণে শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। তবে আগামী শনিবার থেকে স্কুল খোলা রেখে সেই দিনগুলোর ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। “বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার স্কুল খোলা রাখবো। যে আট দিন শ্রেণিকক্ষে যেতে পারিনি, সেই আট দিন পুষিয়ে দেব,” বলেন আজিজী।
আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করে তিনি বলেন, সরকার শুধু এমপিওভুক্ত শিক্ষক নয়, বরং নন-এমপিও, সরকারি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের দাবিও বিবেচনায় নেয়। এছাড়া অন্যান্য পেশাজীবীদের স্বার্থও সরকারের বিবেচনায় রাখতে হয়। এই বাস্তবতা বিবেচনায় রেখে দুই পক্ষই কিছু ছাড় দিয়েছে বলে জানান তিনি।
আজিজীর ভাষায়, “আমরা কিছু ছাড় দিয়েছি, ওনারা কিছু ছাড় দিয়েছেন। আমাদের বড় যে দাবিটা, আলহামদুলিল্লাহ এটা প্রায় পূরণ হয়ে গেছে। আমাদের বাড়িভাড়া এটা ১৫ শতাংশ করে প্রজ্ঞাপন করে আমার হাতে নিয়ে এসেছি।”
তবে মেডিকেল ভাতার দাবিতে আপাতত ছাড় দেওয়া হয়েছে বলেও জানান তিনি। “এটা আমাদের একটা বড় বিজয় আমি মনে করি। আমরা আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছি। সরকারের সঙ্গে যে আলোচনা হয়েছে এবং প্রজ্ঞাপন দিয়েছে; আমরা এখন থেকে আজকের সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করছি।”
সংবাদ সম্মেলনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলের নেতাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
সরকারের তরফে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জানানো হয়েছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করা হয়েছে। তবে এটি বাস্তবায়িত হবে দুই ধাপে।
প্রথম ধাপে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে ৭.৫ শতাংশ বাড়িভাড়া (সর্বনিম্ন দুই হাজার টাকা) প্রদান শুরু হবে, আর দ্বিতীয় ধাপে ২০২৬ সালের জুলাই মাস থেকে পুরো ১৫ শতাংশ হারে ভাতা কার্যকর হবে। ভাতার এই পরিবর্তনের সঙ্গে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে।