যেসব শর্তে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বাড়িভাড়া কার্যকর হবে
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:৪৮ পিএম, ২১ অক্টোবর ২০২৫

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দাবির মুখে অবশেষে বাড়িভাড়া ভাতায় দীর্ঘ প্রতীক্ষিত সমন্বয় আনলো সরকার। তাদের জন্য নির্ধারিত হলো ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, যা কার্যকর হবে দুটি ধাপে।
২১ অক্টোবর মঙ্গলবার সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। জানানো হয়, অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পেয়েছে এবং নতুন ভাতা কার্যকরের বিষয়েও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন, যেখানে ন্যূনতম পরিমাণ ধরা হয়েছে ২০০০ টাকা। দ্বিতীয় ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ যুক্ত হবে, ফলে মোট ভাতা দাঁড়াবে ১৫ শতাংশে।
বৈঠক শেষে শিক্ষামন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেন, “এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য চলতি নভেম্বরের ১ তারিখ থেকে ৭.৫% বাড়িভাড়া (ন্যূনতম ২০০০ টাকা) এবং ২০২৬ এর জুলাই থেকে ৭.৫% মোট ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষকদের দাবি অনুযায়ী ১৫ শতাংশ হারে এই ভাতা নিশ্চিত করতে পেরে একজন শিক্ষক হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষকরা আরও অধিক সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের সচেষ্ট থাকা দরকার।”
অর্থ বিভাগের পাঠানো চিঠিতে জানানো হয়েছে, বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই ধাপে ধাপে এই ভাতা কার্যকর করা হচ্ছে। তবে এর আওতায় কোনো বকেয়া পরিশোধ করা হবে না।
যেসব শর্তে বাড়তি বাড়িভাড়া পাবেন শিক্ষকরা -
ক. পরবর্তী বেতনস্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে;
খ. এমপিওভুক্ত ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা - ২০২১’, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা - ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে;
গ. বর্ণিত বাড়ি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না;
ঘ. ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে;
ঙ. এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ ওই অনিয়মের জন্য দায়ী থাকবেন;
চ. প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিও-এর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য পাঠাতে হবে।