আফগানদের ‘অকৃতজ্ঞ’ বললেন আফ্রিদি


আফগানদের ‘অকৃতজ্ঞ’ বললেন আফ্রিদি

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) আকস্মিক ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার অভিযোগ, আফগানিস্তান পাকিস্তানের দীর্ঘদিনের সহায়তা অস্বীকার করে ‘অকৃতজ্ঞতার’ নজির স্থাপন করছে।

সম্প্রতি পাকিস্তানের পাকতিকা প্রদেশে এক বিমান হামলায় প্রাণ হারান আফগানিস্তানের তিন ক্রিকেটার। এসিবি এ ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং প্রতিবাদস্বরূপ পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে অনুষ্ঠেয় আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।

এই প্রেক্ষিতে শহীদ আফ্রিদি তার ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বলেন, ‘পাকিস্তান সব সময় আফগান ভাইদের পাশে থেকেছে। সীমান্ত খুলে দিয়েছে, ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তবু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এসব উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের সেনারা যথাযথ জবাব দিয়েছে।’

আফ্রিদির মতে, আফগানিস্তানের উচিত আন্তর্জাতিক রাজনীতিতে সাবধানতা অবলম্বন করা এবং এমন কোনো শক্তির হাতিয়ার না হওয়া, যারা পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে। তিনি বলেন, ‘আফগানিস্তানের ভাবা উচিত, তারা যেন এমন কোনো দেশের হাতে ব্যবহৃত না হয়, যে দেশ ইতিমধ্যে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সহযোগিতা করছে।’

তবে আফগানিস্তান সরে গেলেও সিরিজ বাতিলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তারা জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নির্ধারিত সময়েই টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী এবং ইতিমধ্যে বিকল্প দলের সঙ্গে আলোচনা শুরু করেছে।

উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল এই ত্রিদেশীয় সিরিজ, যেখানে অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×