পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট


পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ মুখ খালেদ মাসুদ পাইলট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর সংগঠনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার, ১৯ অক্টোবর কোয়াব সভাপতি বরাবর পাঠানো এক চিঠিতে নিজের পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে জানান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

পদত্যাগপত্রে পাইলট লেখেন, ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয় ছিল। সম্প্রতি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য আমি কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করা উচিত মনে করছি। অতএব, আমি কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।’

সম্প্রতি কোয়াবের নির্বাহী কমিটির নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পাইলটসহ নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ নির্বাচিত হন। এরপর ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হন পাইলট।

দুই গুরুত্বপূর্ণ সংগঠনে একসঙ্গে দায়িত্ব পালনের সম্ভাব্য দ্বন্দ্ব এড়াতে কোয়াব থেকে সরে দাঁড়ানোর পথ বেছে নিলেন এই সাবেক উইকেটরক্ষক-ব্যাটার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×