৩০০ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, প্রার্থীদের ফোন দিচ্ছেন তারেক রহমান
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৩:১০ পিএম, ২১ অক্টোবর ২০২৫

জাতীয় নির্বাচনের জন্য মাঠে নামার প্রস্তুতি জোরদার করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলটি দেশের প্রতিটি সংসদীয় আসনের জন্য একজন করে প্রার্থী বাছাই করে দিচ্ছে ‘সবুজ সংকেত’। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলে নির্বাচন সামনে রেখে দিকনির্দেশনা দিচ্ছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
দলটির এই প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যেই ফোন পেয়েছেন বগুড়া-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী মোশারফ হোসেন এবং মেহেরপুর-২ আসনের নেতা আমজাদ হোসেন। তারা নিশ্চিত করেছেন, তারেক রহমানের কাছ থেকে ফোন পেয়ে নির্বাচনী প্রস্তুতির নির্দেশনা পেয়েছেন।
মোশারফ হোসেন বলেন, “আমাকে সরাসরি তিনি (তারেক রহমান) ফোন দিয়েছেন কাজ করার জন্য। এটাকে এখন আপনি সবুজ সংকেত বলতে পারেন। একটি আসনে তো বেশ কয়েকজন প্রার্থী আছেন, সবাইকে তো তিনি ফোন দেননি।”
অন্যদিকে আমজাদ হোসেন জানান, “আমাকে (তারেক রহমান) বলেছেন, গাংনীতে (মেহেরপুর-২) আপনি ধানের শীষকে তৈরি রাখবেন এবং আমাদের হাতে তুলে দিতে হবে।”
দলীয় একাধিক সূত্র জানিয়েছে, তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধ নিরসন এবং মাঠপর্যায়ে ঐক্য নিশ্চিত করতে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই একক প্রার্থী নির্ধারণের এই উদ্যোগ নিয়েছে বিএনপি।
এই প্রক্রিয়ায় দলটির জ্যেষ্ঠ নেতাদেরও মৌখিকভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছেন ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-১৬-তে আমিনুল হক, এবং বিএনপির জোটের অংশীদারদের মধ্যে ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ ও ঢাকা-১৭ আসনে আন্দালিব রহমান পার্থ।
প্রার্থী নির্ধারণের এই তাড়াহুড়োর পেছনের কারণ ব্যাখ্যা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, “ভুল বোঝাবুঝি পরিষ্কার করা এবং মাফিয়া আওয়ামী লীগ সরকারের অপকর্মগুলো জনগণকে জানানোর জন্য সময় প্রয়োজন। তফসিলের অল্প সময়ে এই কাজ সম্ভব নয়, সেজন্যই আমরা একটু আগে থেকে নামতে চাই।”
তিনি আরও জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ৩০০ আসনের জন্য একটি প্রাথমিক একক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। তবে জোটের স্বার্থ ও কৌশলগত সমঝোতার কারণে শেষ সময়ে প্রায় ৫০টি আসনে পরিবর্তন আসতে পারে।