নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৩:১৬ পিএম, ২১ অক্টোবর ২০২৫

নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাবকে তীব্রভাবে খণ্ডন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি একে তুলনা করেছেন ‘মামার বাড়ির আবদারের’ সঙ্গে। তার মতে, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট গ্রহণ করা হলে খরচ ও সময় দুই-ই সাশ্রয় সম্ভব।
মঙ্গলবার, ২১ অক্টোবর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, এমন প্রশ্নে রিজভী বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে একটি অন্তর্বর্তীকালীন সরকার। তবে তিনি জোর দিয়ে বলেন, “অপরাধীদের বিচার হতে হবে।”
ছাত্রসংসদ নির্বাচনে জয়ের বিষয়েও রিজভী সতর্ক করেন সংশ্লিষ্টদের। তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচনে জিতলেই যে জাতীয় নির্বাচনে জিতবে, সেটি ভাবা ভুল। সব পেয়ে গেছি, এটা ভাবলে জামায়াতে ইসলামীর আত্মঘাতী সিদ্ধান্ত হবে।”
আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে উসকানিতে না জড়িয়ে দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বানও জানিয়েছেন বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা।