সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে আজ জয়ের মিশনে জ্যোতিরা
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১০:৪৯ এম, ২০ অক্টোবর ২০২৫

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের অপ্রত্যাশিত হার বাংলাদেশের জন্য খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দরজা। আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার সুযোগ পাবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল। তবে হারলে কার্যত বিদায় নিতে হবে তাদের বিশ্বকাপ থেকে।
দলটির লক্ষ্য এখন শুধু শেষ চারের লড়াইয়ে টিকে থাকা নয়, বরং বিশ্বকাপের মঞ্চে নিজেদের দ্বিতীয় সাফল্য নিশ্চিত করা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় পরাজয়ের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, “শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে এ ম্যাচ থেকে আমরা শিক্ষা নিতে চাই। সর্বশেষ দুই ম্যাচ থেকে আমরা ইতিবাচক অনেক কিছু অর্জন করেছি।”
অন্যদিকে, শ্রীলঙ্কা এখনও পর্যন্ত চলতি আসরে জয়ের দেখা পায়নি। ৫ ম্যাচে তিনটিতে হেরেছে তারা, বাকি দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে লঙ্কানরা। তবে শেষ দুই ম্যাচ জিতলে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে পারবে তারাও।
ওয়ানডেতে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে বাংলাদেশ হেরেছে দুইবার, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়। তাই ইতিহাসও বলছে, আজকের ম্যাচে চ্যালেঞ্জ কম নয় বাংলাদেশের জন্য।
বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।