১২৪ রানে অলআউট তামিম ইকবালের ফরচুন বরিশাল
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৯:০৩ পিএম, ০২ জানুয়ারী ২০২৫

হাইভোল্টেজ ম্যাচে যেভাবে ব্যাটে-বলে লড়াইয়ের প্রত্যাশা করেছিলো সবাই, তেমনটা হল না। টস হেরে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের বোলারদের সাঁড়াসি আক্রমণের মুখে ১৮ দশমকি ২ ওভারে মাত্র ১২৪ রান করে অলআউট হয়ে গেছে তামিম ইকবালের দল।
মূলত বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ব্যাটাররা বৃহস্পতিবার (২ জানুয়ারি) দাঁড়াতেই পারেনি রংপুরের বোলারদের সামনে। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে একটি লো স্কোর উপহার দিয়েছে তারা।
রংপুরের বোলার খুশদিল শাহ, নাহিদ রানা ও ইফতিখার আহমেদরা নিয়ন্ত্রিত বোলিং করেছেন। যার ফলে ফরচুন বরিশাল রান তুলতে সক্ষম হয়নি খুব একটা। ৩ উইকেট নেন খুশদিল শাহ, ২টি করে উইকেট নেন ইফতিখার আহমেদ এবং নাহিদ রানা। মেহেদী হাসান ও আকিফ জাভেদ মিলে নেন ১টি করে উইকেট।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে থাকে ফরচুন বরিশাল। জাতীয় দলের সদ্য টি-২০ নেতৃত্ব ছাড়া নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন ১০ বলে মাত্র ৯ রান করে। জাতীয় দলের আরেক মারকুটে ব্যাটার তাওহিদ হৃদয়ও নিষ্প্রভ। ৬ বল খেলে আউট হয়ে গেলেন মাত্র ৪ রানে।
তামিম ইকবাল কিছুক্ষণ ধৈর্য্য ধরলেন। রানও কিছুটা তুলেছিলেন। শেষেমেশ ধৈয্য ধরে থাকতে পারলেন না। ১৮ বলে ২৮ রান করা তামিম নাহিদ রানা বলে বোল্ড হয়ে গেলেন। শেষ দিকে মোহাম্মদ নবি ১৯ বলে ২১ রান করেন। ১৫ রান করেন মুশফিকুর রহিম।