বিসিবির সভাপতির সাথে দুর্ব্যবহারের অভিযোগ ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিবের বিরুদ্ধে


December 2024/Mahfuz Faruk.jpg

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সচিব মাহফুজুল আলমের বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মাহফুজুল।  
 
সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিপিএলের উদ্বোধনী ম্যাচ চলাকালীন ফারুক আহমেদের সাথে কথোপকথনের সময় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রেস সচিবসহ একাধিক ব্যক্তি টিকিট জটিলতা, গ্যালারির প্রস্তুতির ঘাটতি ও দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, কথোপকথনের একপর্যায়ে মাহফুজ উত্তেজিত হয়ে ফারুক আহমেদকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি কীভাবে বিসিবির প্রেসিডেন্ট হয়েছেন, তা আমাদের জানা আছে।’

এ সময় উপস্থিত অন্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করেন।

বিসিবির একজন কর্মকর্তা জানান, প্রেস সচিবের এমন আচরণ বিসিবি সভাপতির জন্য বিব্রতকর ও ক্রীড়া উপদেষ্টার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। 

‘প্রেসিডেন্ট বক্সে উপস্থিত সবাই বোর্ড সভাপতির আমন্ত্রিত অতিথি। সেখানে তার সঙ্গে এমন অসদাচরণ মেনে নেওয়া যায় না।’

অভিযোগ অস্বীকার করে মাহফুজুল আলম বলেন, ‘এটি স্বাভাবিক কথাবার্তার অংশ ছিল। কেউ যদি ভুল ব্যাখ্যা দেয়, তা দুঃখজনক।’

‘উত্তপ্ত পরিস্থিতি হয়নি ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

ঘটনার সময় মাহফুজের সাথে থাকা এক ব্যক্তি মোবাইলে পুরো ঘটনা ভিডিও করেন। বিসিবির কর্মকর্তারা বিষয়টি টের পেয়ে তার মোবাইল ফোনটি নিয়ে রিবুট করে ফেরত দেন। 

সূত্র জানায়, ভিডিও ধারণকারী ব্যক্তি প্রেসিডেন্ট বক্সে ঢুকেছিলেন নির্ধারিত পাস ছাড়া। শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।  
 
এ নিয়ে ফারুক আহমেদ কোন মন্তব্য করতে রাজি হননি। তবে সূত্র মতে, বিপিএলের উদ্বোধনী দিনে টিকিট বিতরণ ও গ্যালারি ব্যবস্থাপনায় অসঙ্গতি তাকেও বিরক্ত করেছে।  

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×