সিলেটকে ১৫৬ রানের টার্গেট দিল রংপুর রাইডার্স


সিলেটকে ১৫৬ রানের টার্গেট দিল রংপুর রাইডার্স

ব্যাটিংটা প্রথম দিনের মত আশানুরূপ হয়নি রংপুর রাইডার্সের। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে ১৯১ রান করেছিল রংপুরের দলটি। কিন্তু দ্বিতীয় দিন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ১৫৬ রানের লক্ষ্য দিতে পেরেছে নুরুল হাসান সোহানের দল।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক সোহান। আগের দিন প্রথমে ব্যাট করে জয় পাওয়ার কারণেই আত্মবিশ্বাসী সোহান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন; কিন্তু আগের দিন সাইফ হাসান ও খুশদিল শাহরা জ্বলে উঠলেও আজ এ দুইজন ব্যর্থ। যা একটু কথা বলেছে আরেক পাকিস্তানি ইফতিখার আহমেদ ও অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট।

ইফতিখার আহমেদ ৪২ বল খেলে ৪৭ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে, অধিনায়ক নুরুল হাসান সোহান কিছুটা ঝড় তুলতে সক্ষম হন। তিনি ২৪ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৪২ রান। খুশদিল শাহ করেন ১৬ বলে ২১ রান।

শেখ মেহেদী হাসান করেন ৮ বলে ১৬ রান। এছাড়া, ১৫ বলে ১২ রান করেন স্টিভেন টেলর। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় রংপুর।

সিলেট স্ট্রাইকার্সের হয়ে ২টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও আল আমিন হোসেন। রিসি টপলি ও সামিউল্লাহ সিনওয়ারি নেন একটি করে উইকেট।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×