হার দিয়ে বছর শেষ করলো চেলসি


November 16/1735618578-957d2e7a8f5566601b41e7956c8bc5f0.webp

ইপসউইচ টাউনের বিপক্ষে অপ্রত্যাশিত এক পরাজয় দেখলো চেলসি। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে প্রিমিয়ার লিগে ইপসউইচ টাউনের মাঠ থেকে ২-০ গোলের হার নিয়ে ফিরেছে ব্লুজরা। ১৯৯৩ সালের পর এই প্রথম ইপসউইচের কাছে হারলো তারা। শুধু ৩১ বছরের আক্ষেপ ঘুচানো নয়, ইপসউইচের ঘরের মাঠে ২২ বছরে এটি প্রথম জয়।

পোর্টম্যান রোডে লিয়াম ডেলাপের ১২তম মিনিটের পেনাল্টি দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ওমারি হাচিনসন তার সাবেক দলের বিপক্ষে গোল করে বহু বছরের আক্ষেপ ঘুচানো জয় নিশ্চিত করেন।

ইপসউইচের কোচ কিয়েরান ম্যাককেনা এই জয়কে ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করে সবাইকে স্মরণীয় সাফল্য উদযাপনের আহ্বান জানিয়েছেন। এই জয়ে পয়েন্ট তালিকায় ১৮তম স্থানে উঠে এসেছে দলটি। যদিও ম্যাচটি অন্যরকম হতে পারতো যদি জোয়াও ফেলিক্সের অফসাইডের কারণে বাতিল হওয়া গোলটি এবং প্রথমার্ধে দুইবার পোস্টে লেগে ফিরতে থাকা কোলে পামারের প্রচেষ্টাগুলো সফল হতো।

চেলসি প্রতিপক্ষের গোলপোস্টে ২০টি শট নিয়েও একটি গোল আদায় করতে পারেনি। এটি ২০১৭ সালের ডিসেম্বরের পর থেকে কোনো অ্যাওয়ে ম্যাচে তাদের সর্বোচ্চ শট নিয়েও গোল করতে না পারার রেকর্ড। এই হারে চেলসির শিরোপাস্বপ্ন বড় ধাক্কা খেলো। জয় পেলে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে যেতো তারা। এখন ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পড়ে রয়েছে চারেই।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×