নিউক্যাসলের কাছে ২-০ গোলে হেরে বছর শেষ করলো ম্যানইউ


November 16/b-2.jpg

হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। আগের ম্যাচে উলভসের কাছে ২-০ গোলে হারের পর এবার নিউক্যাসল ইউনাইটেডের কাছেও সমান ব্যবধানে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে ম্যান ইউ। প্রিমিয়ার লিগের ১৯ তম ম্যাচে পরাজিত হয়ে ২০২৪ সাল স্মরণীয় করতে পারলো না রেড ডেভিলস’রা।

ম্যাচের মাত্র চার মিনিটেই ইসাকের গোলে লিড নেয় নিউক্যাসল। এরপর ১৯ মিনিটেই সেই ব্যবধান দ্বিগুণ করেন জোলিনটন। এরপর আর গোলের দেখা না পাওয়া গেলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল।

ফলে টানা চার ম্যাচে জয়হীন থাকলো ম্যান ইউ। আরও এক পরাজয়ে ১৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে অবস্থান করছে রেড ডেভিলরা। প্রিয় দলের এমন পারফরম্যান্সে হতাশ সমর্থকরা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×