মিশিগানে পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপিত

  • প্রকাশঃ ০২:৫৪ পিএম, ২৭ জানুয়ারী ২০২৫

মিশিগানে পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপিত

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের বিভিন্নস্থানে পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন, মন্দির ও প্রতিষ্ঠানে পূজা, কীর্তন, নগর পরিক্রমা, পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

দুর্গা টেম্পল: ডেট্রয়েট সিটির দুর্গা মন্দিরে রোববার (২৬ জানুয়ারি) পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মন্দিরে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে পূজা, গীতাপাঠ,  কীর্তন, নগর পরিক্রমা করা হয়। প্রচন্ড শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক ভক্তবৃন্দরা পিঠা নিয়ে মন্দিরে আসেন। বিশেষ করে নারীরা পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মিশিগানের ডেট্রয়েট, হ্যাট্রাম্যাক, ওয়ারেন, স্টার্লিং হাইটস, ট্রয়, মেডিসন হাইটস থেকে মন্দিরে আসেন। মন্দিরের হলরুমে পিঠা প্রদর্শন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নারীরা রকমারি স্বাদের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধরনের পিঠা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। ৫০’-এর অধিক প্রতিযোগি শতাধিক ট্রে নিয়ে বিভিন্ন রকমের পিঠা নিয়ে এতে অংশ নেন। উপস্থিত সবাই পিঠার স্বাদ নেন। বিচারকেরা পিঠার স্বাদ, পরিমাণ, মানের উপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করেন। বিচারক ছিলেন হারান সেন, মিঠু পাল, বিশ্বেসর চন্দ, ডলি দেব ও রুবি ধর। প্রথম পুরষ্কার পান লাভলী দাশ, দ্বিতীয় পুরষ্কার তৃষিতা ধর ও তৃতীয় পুরষ্কার পান কৃষ্ণা শুক্লা। পিঠার পরিমাণ ও সৌন্দর্যের (ট্রে ডেকোরেশান) উপর পুরষ্কার পান মিনাক্ষী ধর ও বৈশালী দেব।

এছাড়া, পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে একটি করে বিশেষ পুরষ্কার দেয়া হয়। মন্দিরের পক্ষ থেকে পুরষ্কারগুলো বিতরণ করেন নিতেশ সুত্রধর, প্রদীপ চৌধুরী, মৃগাঙ্ক রায়, দীপালী মিত্র, দীপালী চক্রবর্তী। প্রচন্ড শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক ভক্ত বিশেষ করে নারীরা যে রকমারি পিঠা নিয়ে মন্দিরে আসেন, এ জন্য মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ ও ভাইস প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল সূত্রধর এবং মন্দিরের মিডিয়া ও পাবলিকেশান ডাইরেকটার সংস্কৃতিজন পার্থ দেব।

শিব মন্দির: ওয়ারেন সিটির শিব মন্দিরে গত ১৯ জানুয়ারি পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পূজা, কীর্তন ও পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মন্দিরের ভক্তরা অংশ নেন। প্রতিযোগিতার পর অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীরা গান করেন।

১৯ জানুয়ারি ওয়ারেন সিটির কালী মন্দিরেও মকর সংক্রান্তি ও পিঠা উৎসব হয়েছে। এছাড়া, মিশিগানের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গত শনি ও রোববার হ্যামট্রাম্যাক ও ওয়ারেনের বিভিন্ন রেষ্টুরেন্টে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×