এইচএসসির ফলাফল

দিনাজপুর বোর্ডের ৪৩ প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি


দিনাজপুর বোর্ডের ৪৩ প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। এর মধ্যে সবচেয়ে বেশি, ৪৩টি প্রতিষ্ঠান দিনাজপুর বোর্ডের অধীনে। আগের বছর এই সংখ্যা ছিল ২০, যা এবার দ্বিগুণেরও বেশি বেড়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সেখানে জানানো হয়েছে, এ বিষয়ে তদন্ত চালিয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই ৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে নীলফামারী জেলায় সবচেয়ে বেশি, ১০টি প্রতিষ্ঠান। এরপর কুড়িগ্রামে ৯টি, ঠাকুরগাঁওয়ে ৬টি, লালমনিরহাটে ৫টি, দিনাজপুর ও রংপুরে করে ৪টি করে, পঞ্চগড়ে ৩টি এবং গাইবান্ধায় ২টি প্রতিষ্ঠান রয়েছে।

এই প্রতিষ্ঠানগুলো থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১৮২ জন শিক্ষার্থী। এমনও একাধিক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে।

দিনাজপুর বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৩ হাজার ৮৩২ জন শিক্ষার্থী, যাদের মধ্যে ৬০ হাজার ৮৮২ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন শিক্ষার্থী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×