কমলাপুর স্টেশনে ছুরি হাতে যুবক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ


কমলাপুর স্টেশনে ছুরি হাতে যুবক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ছুরি হাতে ঘোরাফেরা করা এক যুবকের ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে তীব্র আলোচনা। ভাইরাল হওয়া এই দৃশ্য নতুন করে প্রশ্ন তুলেছে স্টেশনে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

বুধবার, ১৫ অক্টোবর রাতে ধারণ করা ভিডিওটি ফেসবুকে একজন যাত্রী পোস্ট করার পর দ্রুতই তা ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা যায়, এক যুবক স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ধূমপান করছেন এবং কোমর থেকে কাপড়ে মোড়ানো একটি ছুরি বের করে তা প্রকাশ্যে প্রদর্শন করছেন। কিছুক্ষণ পর তিনি ছুরিটি আবার কাপড়ে মুড়ে কোমরে গুঁজে নেন।

পুলিশ জানিয়েছে, স্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওই রাতেই, রাত ১০টা ৫৯ মিনিটে। ভিডিও বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে থাকা কোনো যাত্রী ভিডিওটি ধারণ করেছেন। সেই সময় ছুরি হাতে থাকা যুবক কক্সবাজার এক্সপ্রেসের সামনে হেঁটে যাচ্ছিলেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নানান রেলওয়ে ফ্যান গ্রুপ এবং সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ঘটনাটিকে কেন্দ্র করে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। বিশেষ করে এমন স্পর্শকাতর স্থানে নিয়মিত নজরদারি না থাকায় কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নিয়েও উঠেছে প্রশ্ন।

ঘটনার পরদিন বৃহস্পতিবার, ১৬ অক্টোবর দুপুরে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মের বিভিন্ন অংশে ভবঘুরে লোকজন অবাধে ঘোরাফেরা ও বসবাস করছেন। অথচ আগের রাতের উদ্বেগজনক ঘটনার পরেও দৃশ্যত কোনো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি স্টেশন কর্তৃপক্ষ।

ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, ছুরি হাতে থাকা ওই যুবককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছে তারা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×