সর্বোচ্চ পাশের হার মাদ্রাসা বোর্ডে


সর্বোচ্চ পাশের হার মাদ্রাসা বোর্ডে

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে বেশি পাসের হার দেখা গেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে, যেখানে প্রায় ৭৬ শতাংশ শিক্ষার্থী সফল হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সারাদেশে একযোগে ফলাফল প্রকাশিত হয়।

এবার মোট পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় কিছুটা কম। সর্বমোট ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পেয়ে জিপিএ-৫ অর্জন করেছেন।

ঢাকা শিক্ষা বোর্ডে পাস করেছেন ৬৪ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী, যা দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে অন্যতম উচ্চ হার। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ, আর কুমিল্লা বোর্ডে এটি আরও নিচে নেমে এসেছে ৪৮ দশমিক ৮৬ শতাংশে। কুমিল্লা বোর্ডে এবার ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

মাদ্রাসা বোর্ড এবার সবচেয়ে ভালো ফল করেছে, যেখানে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডও তুলনামূলক ভালো করেছে, তাদের পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ।

অন্যদিকে যশোর বোর্ডে পাস করেছেন ৫০ দশমিক ২০ শতাংশ পরীক্ষার্থী। বরিশাল বোর্ডে এ হার ৬২ দশমিক ৫৭ শতাংশ এবং সিলেট বোর্ডে ৫১ দশমিক ৮৬ শতাংশ। সিলেট বোর্ডে এবার ১ হাজার ৬০২ জন জিপিএ-৫ পেয়েছেন।

ময়মনসিংহ বোর্ডেও পাসের হার ছিল তুলনামূলক কম, ৫১ দশমিক ৫৪ শতাংশ। সার্বিকভাবে ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, মাদ্রাসা বোর্ড ব্যতিক্রমভাবে এগিয়ে রয়েছে অন্যান্য বোর্ডগুলোর তুলনায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×