সরকার ও উপদেষ্টারা অশান্তিতে নোবেল প্রাপ্য: জিএম কাদের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:১৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, “পৃথিবীতে শান্তির জন্য নোবেল দেওয়া হয়, কিন্তু অশান্তির জন্য নোবেল দেওয়া হতো, তবে তার প্রাপ্য হতো এ সরকার ও তাদের উপদেষ্টারা।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
কাদের দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্বকালের রেকর্ড ভেঙেছে। তিনি বলেন, “সারাদেশে প্রতিমাসে খুনের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।”
দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে তিনি সতর্কবার্তা দেন, “বাংলাদেশ এখন গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদিন মিল-ফ্যাক্টরি বন্ধ হওয়ায় কর্মহীন বেকারের সংখ্যা বাড়ছে। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। কিছু কিছু এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”
সরকারের নিরপেক্ষতার অভাবের বিষয়েও কটাক্ষ করেন তিনি, “যেহেতু আপনারা নিরপেক্ষ নন, তাই দেশকে একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে তুলে দিয়ে বিদায় হোন।”
দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য স্থিতিশীল সরকারের প্রয়োজনীয়তা উল্লেখ করে কাদের বলেন, “প্রয়োজনে আমরা মাঠে নামব, কিন্তু পাতানো খেলার নির্বাচন হতে দেব না। যত দ্রুত সম্ভব এই সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে।”
জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেন, “বাংলাদেশের নিবন্ধিত ৫৫টি দলের মধ্যে মাত্র ২৫টি দলকে ঐকমত্য কমিশন ডেকেছে। বাকি অর্ধেকেরও বেশি দলকে কেন বাদ রাখা হলো? এই সরকার সম্পূর্ণভাবে নিরপেক্ষতা হারিয়েছে। সংবিধানে কোনো গণভোটের অপশন নেই, তাই এই মুহূর্তে গণভোট করা অসাংবিধানিক। প্রয়োজনে গণভোট করতে হলে তা সংসদে পাশ করেই সম্ভব।”