পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না: জিএম কাদের


পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে আমাদের পথে নামতে হবে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। উপজেলা পরিষদ বাতিলের পর থেকেই জাতীয় পার্টি ২৩ অক্টোবরকে উপজেলা দিবস হিসেবে পালন করে আসে।

সভায় জিএম কাদের সরকার ও নির্বাচনী পরিবেশ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন এবং সরাসরি निशানা করেন— “অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়, তাদের নিজস্ব দল রয়েছে, যে দলটি সর্বোচ্চ সুবিধা ভোগ করছে, তাদের পরামর্শে সরকার চলছে। একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে। এর থেকে আমরা উদ্ধার পেতে চাই। যতদিন দেরি হবে তত ক্ষতি হবে। দেশকে ধ্বংস করার চেষ্টা চলছে। শেখ হাসিনার মতো লোক টিকতে পারেনি, আপনারাও টিকতে পারবেন না।”

তিনি আরও বলেন, “যা ভোটের জন্য শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলা হচ্ছে। সেরকম ভোটের প্রস্তুতি চলছে, তার চেয়েও বেশি। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে এভাবে বাদ দিতে পারেন না। আপনি বিচার করেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তি নিশ্চিত করেন।”

জিএম কাদের সাবধান করে বলেন যে বর্তমান পরিস্থিতি দেশের জন্য বিপজ্জনক মাত্রায় অস্থিতিশীলতা তৈরি করছে। তার কথায়, “গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া পরিবেশ তৈরি করা হচ্ছে। অশান্তির কোনো নোবেল থাকলে এই সরকারের পাওয়া উচিত। দেশের আইনশৃঙ্খলা কোন সময় এত খারাপ ছিলনা। প্রত্যেক মাসে মানুষ খুন হচ্ছে, কখনই এত মানুষ খুন হয়নি। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির, কোনো বিনিয়োগ আসছে না। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। কেউ কেউ মনে করে এখনই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। টিসিবির ট্রাকের পেছনে দেখবেন লম্বা লাইন।”

উপজেলা শাসনব্যবস্থার ইতিহাস ও প্রয়োগ প্রসঙ্গে তিনি এরশাদকে প্রশংসা করে বলেন, “এরশাদ ছিলেন অনেক দূরদর্শী নেতা, তিনি অনেক দূরে দেখতে পেতেন। উপনিবেশিক শাসন ব্যবস্থা ভেঙে উপজেলা শাসনব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এর প্রধান করেছিলেন জনগণের প্রতিনিধির হাতে। আর সেই প্রতিনিধির অধীনে ছিলেন সকল প্রশাসন।” এরপর কায়েমি স্বার্থ বাস্তবায়নের অভিযোগ তুলে তিনি বলেন যে সেই উপজেলা পরিষদ বাতিল করা হয়েছে এবং বর্তমানে যেভাবে পরিচালিত হচ্ছে তা কেবল নামমাত্র—তিনি দাবি করেন, পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি তারা রাখবে।

সভায় অন্যান্য বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ, এবং প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×