বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকতে পারে: মঈন খান


বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকতে পারে: মঈন খান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্বে না রাখার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি জানান, নির্বাচন কমিশনও এ বিষয়ে সতর্ক রয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

বৈঠক শেষে মঈন খান বলেন, “গত তিনটি নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে। সে সময় প্রশাসনের অনেক কর্মকর্তা রাজনৈতিক ভূমিকা পালন করেছেন। ১৫ বছর ধরে যারা এভাবে কাজ করেছেন, তারা ১৫ মাসে বদলে যাবেন না—এই বিষয়টি আমরা ইসিকে অবহিত করেছি। বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে কোনোভাবেই অংশ নিতে না পারেন।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন একটি বিশাল আয়োজন। ৩০০ আসনে প্রায় ৪২ হাজার কেন্দ্র থাকবে। এই নির্বাচন পরিচালনায় প্রয়োজন হবে প্রায় ১০ লাখ মানুষের। তারা কারা? তারা মূলত সিভিল প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগ থেকে আসেন। গত ১৫ বছরে প্রশাসনকে রাজনৈতিকভাবে গড়ে তোলা হয়েছে।”

মঈন খান সাংবাদিকদের ভূমিকা সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, “সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করবেন। তারা যেন কোনো বাধা ছাড়া কাজ করতে পারেন। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন, সংগ্রাম ও ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলেই আজকের অবস্থানে এসেছি।”

তিনি আরও যোগ করেন, “নির্বাচন কমিশনকে আমরা বলেছি, তারা যেন একটি দৃষ্টান্ত স্থাপন করে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কমিশনেরই দায়িত্ব।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×